বার্সেলোনার বিখ্যাত আক্রমণ জুটি- এমএসএন। ত্রিফলার আক্রমণ ঠেকানো এখন সাধ্য কার! দুর্দমনীয় গতিতে ছুটে চলছেন মেসি-নেইমার-সুয়ারেজ। চলতি মৌসুমে এখনও পর্যন্ত তিনজন মিলে ৯৪টি গোল উপহার দিয়ে ফেলেছেন কাতালান সমর্থকদের। মৌসুমের বাকী সময়টাতে যে তারা কোথায় গিয়ে থামবেন, এখনই বলা মুস্কিল।এমএসএনের ৯৪ গোলের মধ্যে ৪১টি একাই করেছেন সুয়ারেজ। যার পুরস্কারও পেয়ে গেছেন হাতে-নাতে। সোমবার ঘোষিত হয়েছেন স্প্যানিশ নিউজি এজেন্সি ইএফই’র সেরা লাতিন আমেরিনা ফুটবলার। পুরস্কার নেয়ার পর প্রথমেই সতীর্থদের অবদানের কথা স্বীকার করলেন সুয়ারেজ। বললেন, তাদের অবদান ছাড়া কোনভাবেই এমন নিখুঁত ফিনিশার হয়ে ওঠা হতো না।এ সময় দুই সতীর্থ মেসি এবং নেইমারের উচ্চসিত প্রশংসা ঝরে পড়লো তার মুখ থেকে। বললেন, আরও নিখুঁত ফিনিশার হয়ে উঠতে তার প্রয়োজন মেসির বাম পাঁ। যেটা বিশ্বে আছে মাত্র একটাই। একই সঙ্গে আমার প্রয়োজন নেইমারের হাসি এবং আনন্দও। তবেই আমি একজন পূর্ণাঙ্গ ফুটবলার হয়ে উঠতে পারবো।’ব্যাক্তিগত পুরস্কার জিতলেও, সুয়ারেজ স্মরণ করিয়ে দিলেন- এই পুরস্কার তিনি একাই নন, জিতেছেন তার সতীর্থরাও। কারণ, সতীর্থদের সহযোগিতা না পেলে কোনভাবেই এই পুরস্কার পাওয়া হতো তার বলে জানালেন সুয়ারেজ। তিনি বলেন, ‘আমরা সব সময়ই দলীয় খেলায় বিশ্বাস করি। আমাদের মধ্যে কেউ অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয় না। তবে সবাই প্রতিটি মুহূর্ত উপভোগ করে। দলের সবার সঙ্গেই আমাদের দুর্দান্ত সম্পর্ক। আমরা সবাই হাসাহাসি করি। এই হাসি-আনন্দ এবং খুশি শুধুমাত্র আমাদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ নয়।’ আইএইচএস/আরআইপি
Advertisement