লিওনেল মেসি তার বিশ্বকাপজয়ী সতীর্থ এবং স্টাফদের সোনায় মোড়ানো ৩৫টি আইফোন দিয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। আর্জেন্টিনার বড় বড় গণমাধ্যমসহ 'গোলডটকম'-এর মতো বিশ্বস্ত ক্রীড়া ওয়েবসাইটও এই খবর ফলাও করে ছাপায়।
Advertisement
তবে মেসি আসলেই এমনটি করেছেন কিনা, সেটি এখন বড় ধোঁয়াশা। কেননা আর্জেন্টিনার 'ওলে'ই জানাচ্ছে, ব্যবসায়ী বেঞ্জামিন লিওন তার নিজের প্রচারণার জন্য এমন খবর ছড়িয়েছেন।
জাতীয় দলের বিভিন্ন নামের কভারের যে ছবিগুলো বেঞ্জামিন দেখিয়েছিলেন, তিনি সেগুলো মেসিকে নাকি দেননি। তবে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে সাক্ষাতের ছবি ব্যবহার করে তিনি নিজের প্রচারণা চালান।
অথচ বেঞ্জামিন লিখেছিলেন, 'এটা আমার জন্য সম্মানের যে বিশ্বকাপ ফাইনাল জেতা সদস্য এবং স্টাফদের জন্য মেসিকে ৩৫টি সোনার আইফোন দিতে পেরেছি।
Advertisement
জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে মেসিকে বিশেষ আইফোন উপহার দিয়েছিলেন তিনি। সেই আইফোনের কাভারের পেছনে লেখা ছিল, 'মেসি ১০'।
এবার মেসির সঙ্গে ছবি ব্যবহার করে 'গুজব'টি ছড়ান বেঞ্জামিন। সঙ্গে সঙ্গেই সে খবর ভাইরাল হয়।
এমএমআর/এএসএম/জিকেএস
Advertisement