জাতীয়

ঢামেকে জীবিত নারীকে মৃত ঘোষণা, তদন্ত কমিটি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) একজন জীবিত নারীকে মৃত ঘোষণা করে মর্গে পাঠানোর ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার হাসপাতালের উপ-পরিচালক ডা. মুশফিকুর রহমান এই কমিটি গঠনের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢামেকের মেডিসিন বিভাগের ৭ নম্বর ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. একেএম এনামুল হককে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে অজ্ঞাতপরিচয় নারীকে মৃত ঘোষণা নিয়ে এই ঘটনা, তাকে ঢামেকের ৮০২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার এই নারীকে `মৃত` ঘোষণা করেন চিকিৎসক। লাশটি ডেথ সার্টিফিকেটের জন্য মর্গে পাঠানো হয়েছিল। মর্গ কর্মীরা ওয়ার্ড থেকে লাশটি বুঝে নিতেও এসেছিলেন। লাশ বহনের ট্রলিতে ওঠানোর সময় নড়ে উঠের লাশের হাত-পা!

Advertisement