অর্থনৈতিকভাবে বেকায়দায় পড়া ভারতের আদানি গ্রুপ ৮০ কোটি ডলার ঋণ সুবিধা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন। এই অর্থ ২০২৪ সালের সেপ্টেম্বরে আদানি গ্রিন এনার্জির ৭৫০ মিলিয়ন ডলারের চার দশমিক ৩৫৭ শতাংশ বন্ড পুনঃঅর্থায়নের জন্য ব্যবহার করা হবে। তাছাড়া পরবর্তী পাঁচ দিনের মধ্যে টার্ম শীট চূড়ান্ত করা হবে বলেও ব্যবস্থাপনা বিভাগ বিনিয়োগকারীদের জানিয়েছে। খবর ইকোনমিক টাইমসের।
Advertisement
এই সপ্তাহে আদানি গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জুগেসিন্দর সিং ও গ্রুপ করপোরেট ফাইন্যান্সের প্রধান অনুপম মিশ্র সিঙ্গাপুর এবং হংকংয়ে স্থির আয়ের বিনিয়োগকারীদের সঙ্গে দেখা করছেন। এতে তহবিল সংগ্রহের পরিকল্পনা সম্পর্কে আপডেট করা হবে।
আরও পড়ুন> বিশ্বাস ফেরাতে ঋণ শোধ করছেন আদানি
সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি ব্যাংক থেকে স্ট্যান্ডিং ক্রেডিট ফেসিলিটি রয়েছে আদানি গ্রুপের। এখন থেকে পাওয়া অর্থ অবকাঠামোখাতে ব্যবহার করা হবে। এক্ষেত্রেও আগামী পাঁচ দিনের মধ্যে টার্ম শীট তৈরি করা হতে পারে।
Advertisement
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গের একটি প্রতিবেদন প্রকাশের পর ভেঙে পড়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির সাম্রাজ্য। প্রতিবেদনটি প্রকাশের আগে তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনী। কিন্তু সম্পত্তি কমতে কমতে এখন বিশ্বের ধনীদের তালিকায় তার অবস্থান ৩০তম।
৬০ বছর বয়সী গৌতম আদানি একজন প্রথম প্রজন্মের উদ্যোক্তা। মাত্র এক মাসে তিনি খুইয়েছেন ৮০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
আরও পড়ুন> আদানির সঙ্গে চুক্তি সংশোধন চায় বাংলাদেশ, ভারত বললো ‘জড়িত নই’
গত ২৫ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০ কোম্পানির বাজার মূলধন প্রতিদিন প্রায় গড়ে ৫২ হাজার ৩৪৩ কোটি রুপি করে কমেছে। তাতে আদানি গ্রুপের বাজার মূলধন গত এক মাসে প্রায় ৬৩ শতাংশ বা ১২ লাখ ৫ হাজার কোটি রুপি কমে।
Advertisement
এমএসএম