মুন্সিগঞ্জের সিরাজদিখানে আবাসন ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
Advertisement
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার খাসকান্দি বেগম বাজার গ্রামে এশিয়ান নিরাপদ সিটির বাতেন হাজী ও আল-ইসলাম এবং দক্ষিণা গ্রিন সিটির কামিজুদ্দিন কামু ও সুমন মিয়ার লোকজনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ১৫টি বাড়িঘর।
টেঁটাবিদ্ধ অবস্থায় আব্দুল খালেক (৪০), মো. আহসান (৩৬) ও রাজ্জাক মিয়াকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে দক্ষিণা গ্রিন সিটির কামিজুদ্দিন কামু ও সুমন মিয়ার লোকজন প্রতিপক্ষ এশিয়ান নিরাপদ সিটির আল-ইসলামসহ কয়েকজনের বাড়িতে হামলা চালান। এ সময় বাধা দিতে এগিয়ে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্রশস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
Advertisement
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দু’গ্রুপ ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে এরইমধ্যে টেঁটাবিদ্ধসহ আহত হন ১০ জন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, দক্ষিণা গ্রিন সিটির লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। প্রতিপক্ষরা প্রতিরোধের জন্য এগিয়ে গেলে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এফএ/এএসএম
Advertisement