বর্তমানে ‘চ্যাটজিপিটি’ শব্দটি এখন কম বেশি সবার কাছেই পরিচিত। গত নভেম্বরে তৈরি হওয়ার পর সারা বিশ্বেই এখন চ্যাটজিপিটি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। শুধু জানুয়ারি মাসেই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট সিস্টেম বা আলাপচারিতা করার অ্যাপলিকেশন।
Advertisement
গুগলের মতোই এইটি সার্চ ইঞ্জিন এটি। তবে গুগলের চেয়ে অনেকটাই আলাদা এর কার্যকলাপ। অন্য সার্চ ইঞ্জিনের মতো চ্যাটজিপিটি এখনো লাইভ বা সরাসরি ইন্টারনেটে কাজ করে না। ইন্টারনেটে ২০২১ সাল পর্যন্ত যেসব তথ্য রয়েছে, শুধু সেগুলোই তার তথ্যভাণ্ডারে রয়েছে।
জটিল কোডের সমস্যা থেকে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টসহ রেসিপি সব ধরনের তথ্য পাবেন এতে। চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য।
আরও পড়ুন: চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে
Advertisement
চলুন দেখে নেওয়া যাক এমন আরও ১০ কাজ, যা আপনি চ্যাটজিপিটি দিয়ে করতে পারবেন-
>> আপনার কাস্টমাইজড জীবনবৃত্তান্ত এবং কভার লেটার লিখিয়ে নিতে পারেন।
>> জোকস তৈরি করতে পারবেন। আপনার মন খারাপ থাকলে কিংবা হাসতে বা অন্যকে হাসাতে ইচ্ছা করলে চ্যাটজিপিটি দিয়ে মজার জোকস লিখিয়ে নিতে পারবেন।
>> জটিল যে কোনো বিষয়ের সহজ ব্যাখ্যা পাবেন।
Advertisement
>> ধাপে ধাপে জটিল গণিতের সমাধান পাবেন।
>> সম্পর্কের বিষয়ে পরামর্শ নিয়ে পারবেন চ্যাটজিপিটি থেকে। যেমন ধরুন, প্রেমিকাকে কীভাবে সারপ্রাইজ করবেন কিংবা খুশি করতে পারবেন জেনে নিতে পারবেন এখান থেকে।
>> গান লিখিয়ে নিতে পারেন।
>> কোডিংয়ের সমস্যার সমাধানও পাবেন চ্যাটজিপিটি থেকে।
>> চাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি কীভাবে নেবেন, কী ধরনের প্রশ্ন করতে পারেন তার সব তথ্য পাবেন এখানে।
>> একাকীত্বের সঙ্গী হতে পারে চ্যাটজিপিটি। এআইয়ের সঙ্গে বন্ধুর মতো চ্যাট করতে পারবেন।
>> ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্ট তৈরি করে নিতে পারবেন। এমনকি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন চ্যাটজিপিটি দিয়ে।
সূত্র: মেক ইউজ অব
কেএসকে/জেআইএম