সাহিত্য

ঝুটন দত্তের তিনটি কবিতা

উদাস জীবনের গান

Advertisement

জীবনটা ধানী জমির মতো, কেইল দিয়ে চারা রোপণ করতে চেয়েছিলাম। কিন্তু এলোমেলো ও যত্নহীনতায় বৃদ্ধি পেয়েছে কেবল আগাছা;এখন বিরানভূমিতে পরগাছার মতো দাঁড়িয়ে খাঁ খাঁ রোদ্দুর।

হয়তো পরিচর্যা করলে মিলতো সোনার ফসল, অনুর্বর জমিন হয়ে উঠতো সবুজময়।

****

Advertisement

তৃষ্ণার্ত মন

তোমার জন্যই প্রতীক্ষায় ছিলাম, কুড়িটা বছর তোমারই জন্য ভিজেছে চাতক মন বৃষ্টির জলে।তুমি এক নির্জন গভীর নদী,ঝড়ে ভেঙে পড়া আমি এক অচীনবৃক্ষ;তবুও, গাছ হয়েই জন্মাতে চাই আজন্ম তোমার তীরের বনভূমিতে।

****

অনুক্রম

Advertisement

এই অদ্ভুত সন্ধ্যায় নিজেকে বড্ড অচেনা লাগে;এইসব শীতল দিনে ফুলের স্পর্শ বা গন্ধ নেই কোথাও, দিন ফুরিয়ে গেলেও বৈকালিক রোদের চাদরে এতটুকু উষ্ণতা জমা নেই।

আমাকে সঙ্গে নিয়ে পাথর শিয়রে ঘুমিয়ে আছে অনাদি কালের রাত, তবুও সকাল হয়, মরা নদী ডেকে যায়।

এসইউ/জেআইএম