জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্তহয়ে একটা চেয়ারে বসে পড়লেন জামিল।হায় হায় করে ছুটে এলেন জাদুঘরের কর্মীরা।আরে করছেন কি, করছেন কি? এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার, এখানে বসা নিষেধ।জামিল : ভাই একটু বসতে দিন, সিরাজউদ্দৌলা এলেই আমি উঠে যাব!*****নগেন : এই শার্টটার দাম কত?দোকানদার : ৭শ` টাকা। নগেন : ২শ` টাকা হবে ভাই?দোকানদার: এই শার্ট ২শ` টাকা দেয়া যায়! একদাম ৫শ` টাকা।নগেন : তাহলে ২২০ টাকা রাখবেন?দোকানদার : না।নগেন : না, শেষ দাম ৩৫০ হলে নেব।দোকানদার : শেষ দাম ৪শ` হলে নিয়ে যান। আচ্ছা নিয়া যান।নগেন : শার্ট হাতে নিয়ে দিল এক দৌড়দোকানদার : কিরে, শার্ট যখন চুরিই করবি তাহলে এতক্ষণ দামাদামি করলি কেন?নগেন : আরে, দামাদামি না করলে তোমার ৭শ` টাকা লস হতো। এখন ৩৫০ টাকা লস হইছে।*****যদু গেছে সাধু বাবার কাছে।যদু : বাবা, বয়সতো কম হলো না। এখনো প্রেম করতে পারলাম না। আমার জীবনে কি কোনোমেয়ে আসবে না?সাধুবাবা হাত দেখে জানালেন, মন খারাপ করিস না। ধৈর্য ধর। তোরজীবনে ১৫টা মেয়ে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই কথা শুনে যদুতো আনন্দে আটখানা....সাধুবাবা : এতো আনন্দিত হবার কিছু নেই।একজনই তোর বউ হবে। আর বাকিরা তোর মেয়ে।*****মাঝবয়সী কড়া মেজাজের মহিলা :এই যে খোকা, তোমার মা কি জানেন যে তুমি ধূমপান কর?সেন্টু : আচ্ছা আন্টি, আঙ্কেল কি জানেন যে আপনি রাস্তাঘাটে অচেনা লোকদের সঙ্গে কথা বলেন?*****স্বামী তার স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন।স্বামী : আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।আইনজীবী : কেন, সমস্যা কী আপনাদের?স্বামী : আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।আইনজীবী : আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।এমজেড/পিআর
Advertisement