জাতীয়

আবারও করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী লিখেছেন, আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল (রোববার) করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।

তিনি লিখেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

Advertisement

এর আগে গত বছরের জানুয়ারিতে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন জুনাইদ আহমেদ পলক।

এইচএস/এমকেআর/এমএস