জাতীয়

কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে ১৪ দালালকে কারাদণ্ড

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের ১৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাসপোর্ট অফিসে আগত সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার দায়ে তাদের দণ্ড হয়।

Advertisement

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওবায়দুল (৩৮), পলাশ (৪০), ইব্রাহিম (৩২), রিপন (২৪), রওশন (৪৮), দিলদার (৫৮), শ্রী গবীন্দ (৩৫), হাবিবুর (৩৩), লিটন (৩৮) ও জাহিদুল (৩৪) নামের ১০ জনকে ১৫ দিন করে এবং নাসির (৫৪), মনির (২৮), ফয়সাল (৩৮) ও হাসমত (৪০) নামের ৪ জনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জাকারিয়া নামের একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (২৬ ফেব্রুয়ারি) র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র‍্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা অফিস এলাকায় পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার হয়রানি ও প্রতারণার দায়ে দালালচক্রের ১৫ জনকে আটক করা হয়।

Advertisement

তিনি বলেন, আটকদের মধ্যে চারজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও জাকারিয়া নামের একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আর এস এম/জেএ্ইচ/জিকেএস