সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর সীমান্ত এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
Advertisement
আরও পড়ুন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
বৈঠকে বিজিবির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। বিএসএফের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী চন্দ্র শেখর।
লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য পাচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
Advertisement
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস