নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান। হারলেও মাত্র ৮৪ রানের টার্গেট দিয়ে দারুণ লড়াই করে দলটি। আর এটা সম্ভব হয়েছিল মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ের কারণে। দ্বিতীয় ম্যাচেও আমিরাতের বিপক্ষে জ্বলে উঠলেন এ বাঁ হাতি ফাস্ট বোলার।সোমবার আরব আমিরাতে বিপক্ষে ৪ ওভার বল করে ২টি উইকেট নেন আমির। তবে রান দেয়ার ক্ষেত্রে খুবই কৃপণ ছিলেন এ পেসার। মাত্র ৬টি রান দিয়েছেন তিনি। এছাড়াও পেয়েছেন ১টি মেডেন ওভার। এর আগে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছিলেন আমির। চার ওভার বোলিং করে ১৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নার উইকেট। অথচ এমন দুর্দান্ত বোলিং করা আমির পাঁচ বছর ছিলেন ক্রিকেট থেকে নিষিদ্ধ। ম্যাচ ফিক্সিং কেলেংকারিতে জড়িয়ে এ নিষেধাজ্ঞায় পড়েন তিনি। আরটি/এসকেডি/পিআর
Advertisement