প্রবাস

বেলজিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বেলজিয়ামে চতুর্থবারের মতো বাংলাদেশ কমিউনিটির পক্ষে বর্গেরহাট ডিস্ট্রিকের সিটি কাউন্সিলর শায়লা শারমিনের উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

Advertisement

স্থানীয় সময় শনিবার দেশটির এন্টারপেইন শহরের বর্গেরহাট ডিস্ট্রিকের সিটি কাউন্সিলের অফিসিয়াল সিটি হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালেহ আহমেদ।

শুরুতে ডিস্ট্রিক্ট হাউজের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নাগরিকরা ও প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় বক্তব্য দেন, বর্গেরহাউট ডিস্ট্রিক্ট ও পৌর কর্পোরেশনের মেয়র, ম্যাডাম মারি প্রেনেল, ইমিগ্রেশন এবং সাংস্কৃতিক বৈচিত্রতা বিভাগের প্রধান বেন ভন দুপেন ও বাংলাদেশি বংশোদ্ভুত নির্বাচিত ডিস্ট্রিক্ট কাউন্সিলর, শারমিন শায়েলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলা রক্ষার জন্য যে ভাষা শহীদরা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হয়েছে ইউনেস্কোর ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে।

Advertisement

মেয়র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বেলজিয়ামের এবং ইউরোপিয়ন ইউনিয়নের দেশগুলোর মতো বহু ভাষাভাষী ভিত্তিক ও সাংস্কৃতিক বৈচিত্র সমৃদ্ধ সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। এছাড়া অনুষ্ঠানে ছিল একুশের গান, কালো ব্যাজ পরিধান, মুখে আলপনা অংকন ও বাংলাদেশি খাবারসহ নানান দেশের মনোরোম খাবারের স্টল ও অনুষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিশুদের অংশগ্রহণে নিজ নিজ দেশের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সার্বিকভাবে সহযোগিতা করছেন, ডিস্ট্রিক বর্গেরহাট এন্টারপেইন, বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম, বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বেলজিয়াম ও এফএমভিসহ আন্তর্জাতিক কিছু সংস্থা। অনুষ্ঠানে, ইউনেস্কোর প্রতিনিধি, মানবাধিকার এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নাগরিক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিনিউটির নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

Advertisement