প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও সুরা ফাতেহা পাঠ করেছেন।
Advertisement
এসময় বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় তিনি স্বাধীনতার এ মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
Advertisement
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এসময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআইএইচএস/এমএস