রাজনীতি

গভীর রাতের ষড়যন্ত্র সফল হবে না : কামরুল ইসলাম

উত্তরা ষড়যন্ত্রের মতো গুলশানের গভীর রাতের ষড়যন্ত্রও সফল হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, ২০০৬ সালে নভেম্বর মাসে উত্তরায় সরকারি আমলাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ঐ ষড়ষন্ত্রের ফসল হিসেবে আমরা পরবর্তী দুই বছর কিম্ভূত একটি সরকার দেখেছিলাম। গতরাতেও গুলশানে খালেদা জিয়ার বাড়িতে একটি বৈঠক হয়েছে। গুলশান ষড়যন্ত্রের একটা পর্ব আমরা দেখলাম। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যদি ভেবে থাকেন আমাদের গোয়েন্দারা অথর্ব, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমাদের গোয়েন্দারা এই ষড়যন্ত্রের হোতাদের ঠিকই বের করবেন এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। গুলশানের গভীর রাতের ষড়যন্ত্র সফল হবে না।হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠানের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অস্বীকার করেছেন।

Advertisement