ঢাকার সাভারের আমতলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মা ও তার দুই মেয়ে দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, মা মোছা. ইয়াসমিন বেগম (৪০), মেয়ে মোছা. শিমু আক্তার (১৭) ও মোছা. সুমা আক্তার সীমা (১৩)। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
দগ্ধ অবস্থায় সকাল ১০টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের তিনজনকে ভর্তি দেওয়া হয়।
তাদের নিয়ে আসা ইয়াসমিনের ভাই মো. জুয়েল মিয়া জানান, মা ইয়াসমিন ও মেয়ে শিমু গার্মেন্টসে চাকরি করেন, ছোট মেয়ে পড়ালেখা করেন। সকালে ছোট মেয়ে সুমা আক্তার রান্নাঘরে গিয়ে ম্যাচ জালানো মাত্রই গ্যাস লিকেজ থেকে পুরো ঘরে আগুন লেগে যায়। পরে তার মা ও বড় বোন শুয়ে থাকা অবস্থায় তাদের শরীরে আগুন লেগে যায়। দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে তাদের তিনজনকে ভর্তি দেওয়া হয়।
শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, সাভার থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। তাদের তিনজনের মধ্যে মা ইয়াসমিন আক্তার দগ্ধ হয়েছে ৩৫ শতাংশ, মেয়ে শিমু আক্তার ৩০ শতাংশ, ও ছোট মেয়ে সুমা আক্তার ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
Advertisement
কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস