একুশে বইমেলা

লেখক ও নাট্যকার কুমার অরবিন্দের দুটি বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কথাসাহিত্যিক ও নাট্যকার কুমার অরবিন্দের নতুন গল্পগ্রন্থ ‘রক্তমাখা ভাত’ ও কিশোর উপন্যাস ‘ভূতের সেলফি’। বই দুটি প্রকাশ করেছে ইন্তামিন প্রকাশন।

Advertisement

বই দুটির প্রকাশক এএসএম ইউনুছ বলেন, ‘গল্পকার কুমার অরবিন্দ মানুষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সমাজ-মন্থনে তিনি গল্প তুলে আনেন। প্রাঞ্জল ভাষায় যথোচিত শব্দ-সহযোগে চরিত্রের অবয়ব দান করেন। ফলে তার গল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। তিনি এ সময়ের প্রতিশ্রুতিশীল লেখকদের একজন।’

গল্পের বইটি সম্পর্কে লেখক কুমার অরবিন্দ বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনই অসংখ্য গল্পের সমষ্টি। জীবন ছেঁকে গল্প তুলে আনাই একজন গল্পকারের কাজ। আমি কঠিন কাজটি করার চেষ্টা করেছি মাত্র।’

আরও পড়ুন: বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দশম বই

Advertisement

‘ভূতের সেলফি’ কিশোর উপন্যাসটি সম্পর্কে কুমার অরবিন্দ বলেন, ‘এটি ভূত বিষয়ক উপন্যাস হলেও ভয়ের কিছু নেই। আছে মজা ও বিজ্ঞান। স্কুলপড়ুয়া তিন বন্ধুকে নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে।’

বইটির প্রকাশক বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের জন্য দারুণ একটি বই। মজার ব্যাপার হচ্ছে, ভূতের উপন্যাস হলেও মোটেও এটি গা শিউরে ওঠা ভয়ের গল্প নয় বরং আনন্দের। নিশ্চয়ই বইটি খুদে পাঠকেরা পছন্দ করবে। বই দুটি পাওয়া যাবে ইন্তামিন প্রকাশনের ২৫৯-২৬১ নম্বর স্টলে।’

লেখকের প্রকাশিত উপন্যাস: ভাগের জীবন (ইন্তামিন প্রকাশন), বেকারবেলার বিরহ (ইন্তামিন প্রকাশন), গল্পগ্রন্থ: সে রাতে চাঁদ ছিল না (কালি কলম প্রকাশন), অসমাপ্ত বিকেল (ইন্তামিন প্রকাশন), বাবা এবং অন্যান্য গল্প (ইন্তামিন প্রকাশন)।

আরও পড়ুন: বইমেলায় বিনয় দত্তের ‘প্রহসনের এক রাত্তির’

Advertisement

তার লেখা প্রচারিত টেলিভিশন নাটক: সমাধান (এনটিভি), তালাকনামা (বৈশাখী), রং (চ্যানেল নাইন), বউ হবে প্রতিবেশী (চ্যানেল নাইন), টেলিফিল্ম: প্রতীক্ষায় পূর্ণতা (এটিএন বাংলা), ধারাবাহিক: নির্মাতা ও নাটক (চ্যানেল নাইন)।

এসইউ/এমএস