ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ইউটিউব থেকে জোড়া স্বীকৃতি পেয়েছেন। এমন সুখবরে তার ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত। শাকিবও এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত।
Advertisement
আরও পড়ুন: আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান
শাকিব খান ২৩ ফেব্রুয়ারি তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে এই স্বীকৃতি পাওয়ার সংবাদ সবার সঙ্গে শেয়ার করেন। ভিডিওতে শাকিব জানান, ইউটিউব থেকে একটি গোল্ডেন প্লে ও একটি সিলভার প্লে বাটন পেয়েছেন।
শাকিব খান ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবারের জন্য সিলভার প্লে বাটনের স্বীকৃতি লাভ করেছেন। এই চ্যানেলে শাকিব নিজের সিনেমার খবর ও তার শুটিংয়ের বিভিন্ন বিষয় প্রকাশ করেন।
Advertisement
আরও পড়ুন: বুবলীকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শাকিব খান
পাশাপাশি শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করেছে। ইউটিউব কর্তৃপক্ষ ১০ লাখ বা ১ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হলে গোল্ডেন প্লে বাটন প্রদান করে।
শাকিবের এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল ২০১৮ সালে যাত্রা শুরু করে। চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় ১১ লাখ। চ্যানেলটি দেড় বছর আগে ১০ লাখ সাবস্ক্রাইবার পূরণ করেছিল। সে সময়ে স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে এসকে ফিল্মসের মালিক শাকিব খান গোল্ডেন প্লে বাটন পেয়েছিলেন। কিন্তু সেই কথা শাকিব এত দিন প্রকাশ্যে আনেননি।
এমএমএফ/এএসএম
Advertisement