খেলাধুলা

সৌরভের বিশ্বাস, এবার ইংল্যান্ডকেও হারাবে বাংলাদেশ

হোক তা ওয়ানডে কিংব টি-টোয়েন্টি, ইংল্যান্ড ছাড়া বাংলাদেশ ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজসহ প্রায় সব বড় শক্তিকেই সাদা বলে হারিয়েছে। শুধুমাত্র ইংল্যান্ডই বাকি। এখনও পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজে পরাজিত করতে পারেনি টাইগাররা।

Advertisement

যদিও ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে টেস্ট জয় করেছে বাংলাদেশ। ওয়ানডেতেও হারিয়েছে ইংলিশদের (২০১১ বিশ্বকাপে)। কিন্তু সিরি জয় সম্ভব হয়নি। তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য এই মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট দল এখন রয়েছে বাংলাদেশে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে এ বিষয়টা শুনেছেন ভারতের সাবেক অধিনায়ক এবং সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এটা শোনার পর তিনি মন্তব্য করলেন, এবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয় করবে।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেন সৌরভ। এরপর মিডিয়ার মুখোমুখি হন তিনি। সেখানেই সৌরভ বলেন, ‘পাপন ভাই বললেন আমরা সবাইকে হারিয়েছি শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম, আপনি ইংল্যান্ডকেও হারিয়ে দিবেন। আপনাদের এখানে ঠিক মতো খেললে, আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দিবেন। খুব ভালো টিম। বাংলাদেশে এর আগেও একবার ভারত এসেছিল, বছর পাঁচ-ছয়েক আগে। সেখানেও (বাংলাদেশ) ওয়ানডে সিরিজ জেতে।’

Advertisement

বাংলাদেশের ক্রিকেটের খবর রাখেন, তা জানিয়ে সৌরভ বলে ওঠেন, ‘বাংলাদেশে প্রচুর ভালো খেলোয়াড়। আমি কালকেও বলছিলাম, ১৭ কোটি মানুষ এখান থেকে এতো এতো ট্যালেন্ট বের হয় ক্রিকেটে। ব্যাটিং, বোলিং সাকিবের মতো অলরাউন্ডার আছে। মুশফিকুর আছে। এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখিতো, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের এই উন্নতি দেখে আমার সবসময় ভালো লাগে। আমার প্রথম টেস্ট ক্যাপ্টেন্সি, বাংলাদেশের প্রথম টেস্ট ছিল, ২০০০ সালে। আর এখানে যখন আসি, এখানে এতো আতিথেয়তা পাই যাতে এখনকার মানুষের সবসময় ভালো হোক, এতে আমার আনন্দ লাগে।’

বিসিসিআইয়ের প্রধান পদে মেয়াদকাল শেষ করে আগামী আইপিএলে কাজ করবেন দিল্লী ক্যাপিটালসের সাথে। তা জানিয়ে সৌরভ বলেন, ‘আমি তো বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম। সারাক্ষণই খেলার সঙ্গে থাকতাম। তিন বছর আমাদের টার্ম বোর্ডের। মাঠের বাইরে তিন চার মাস ছিলাম। এবার আমি আইপিএলের সঙ্গে যুক্ত হব। দিল্লির সমস্ত ক্রিকেট আমি দেখি। পরের মাস থেকেই আইপিএল শুরু।’

এবার দিল্লিতে মোস্তাফিজ খেলছে, তা নিয়েও উচ্ছ্বসিত সৌরভ বলেন, ‘আমাদের (দিল্লি) মুস্তাফিজুর! আগে তো সাকিব বহুবার খেলেছে কেকেআরে। সাকিব আইপিএল উইনিং টিমে ছিল। মুস্তাফিজুরও মনে হয় উইনিং টিমে থেকেছে, সানরাইজার্সে। সেটাই বলি, তোমাদের এখানে এতো ট্যালেন্ট, তারা যখন অন্য দেশে যায়, অন্য টিমে খেলে সেখানেও তারা প্যারফর্ম্যান্স করে।’

এআরবি/আইএইচএস

Advertisement