তথ্যপ্রযুক্তি

দর্শনার্থীর নজর কাড়ছে রোবো টেক ভ্যালি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সফটএক্সপো মেলার দ্বিতীয় দিন আজ। ছুটির দিন হওয়ার দুপুর থেকেই এ প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। দর্শনার্থীদের বেশি নজর কাড়ছে রোবো টেক ভ্যালের স্টলে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে।

Advertisement

জানা গেছে, এবারের তথ্যপ্রযুক্তি প্রদর্শনী উপলক্ষে স্টলটিতে লাইন ফলোয়িং রোবট, অবসট্র্যাকেল অ্যাভোয়ডিং রোবট, রোবো স্কোরার, ভয়েস কন্ট্রোল রোবট, টকিং রোবট, মেকিং রেডার, অটো ইরিগেশন সিস্টেম, টেম্প্যারেচার কন্ট্রোল ফ্যান রোবট রয়েছে। এসব রোবটের প্রতি শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে।

আজিজুল হাকিম নামের এক দর্শনার্থী বলেন, রোবটের প্রতি আমার আগ্রহ ছোটবেলা থেকেই। বিশেষ করে একটি রোবট কীভাবে কাজ করে, কীভাবে তৈরি করে, কীভাবে নিয়ন্ত্রণ করে এগুলো নিয়ে আমার জানার আগ্রহ বেশি। এবারের তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে এসেই প্রথমে এ স্টলে চলে এলাম।

ছয়বছর বয়সী মেয়েকে নিয়ে ঢাকা থেকে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে এসেছেন রফিকুল আলম নামের এক চাকরিজীবী। তিনি বলেন, স্টলটি দেখেই আমার মেয়ের নজর রোবটের দিকে পড়েছে। তাই তাকে নিয়ে এ স্টলে এলাম। রোবটের প্রতি আমার মেয়ের আগ্রহ দেখে খুবই ভালো লাগলো।

Advertisement

রোবো টেক ভ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসানুল আকিব বলেন, দীর্ঘদিন ধরেই আমি রোবটিক্সের কাজের সঙ্গে জড়িত। বিভিন্ন রকমের রোবট তৈরি করে আমরা ১০টির অধিক ন্যাশনাল ও ইন্ট্যারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছি। মেলার শুরু থেকেই আমরা দর্শনার্থীদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, শেষ পর্যন্ত এমনই সাড়া পাবো।

এবারের মেলায় ২০৪টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। যেখানে ২০০ জনের বেশি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। এছাড়া ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী হচ্ছে এ মেলায়।

দর্শনার্থীরা যাতে সহজেই বেসিস সফটএক্সপোতে যাতায়াত করতে পারেন, সেজন্য থাকছে বিশেষ শাটল বাস সেবা। থাকছে গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও কনসার্ট। তাছাড়া ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং সেশন রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এএএইচ/এএসএম

Advertisement