একুশে বইমেলা

ডা. ফারহানা মোবিনের বই ‘কিশোর স্বাস্থ্য’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে ডা. ফারহানা মোবিনের বই ‘কিশোর স্বাস্থ্য’। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। বইমেলায় পাওয়া যাবে প্রকাশনীর ২৮ নম্বর প্যাভিলিয়নে।

Advertisement

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘সুস্বাস্থ্য মানে হলো শারীরিক ও মানসিকভাবে ভালো থাকা। শুধুমাত্র বড়রা নন, কিশোরদেরও থাকে মানসিক চাপ। সারাবছর পড়াশোনা ও পরীক্ষা। তার সঙ্গে বহুবিধ সৃজনশীল কাজের বোঝা। দেহ ও মনকে সারাবছর ভালো রেখে কিশোর-কিশোরীরা যেন সুস্থ থাকতে পারে। সে উদ্দেশ্যেই লেখা কিশোর স্বাস্থ্য বইটি।’

আরও পড়ুন: বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দশম বই

ডা. ফারহানা মোবিন বর্তমানে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের গাইনি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। পেশায় চিকিৎসক হলেও সামাজিক কর্মকাণ্ড ও লেখালেখি করেন নিয়মিত। চতুর্থ শ্রেণি থেকে লেখালেখির শুরু। পঞ্চম শ্রেণি থেকেই লেখা ছাপা শুরু হয় বিভিন্ন গণমাধ্যমে।

Advertisement

তার লেখা বই ১৩টি। পেয়েছেন ‘বিজেম সম্মাননা অ্যাওয়ার্ড’, ‘উইবিডি সম্মাননা অ্যাওয়ার্ড’, ‘স্বাধীনতা সংসদ আলোকিত নারী সম্মাননা অ্যাওয়ার্ড’ এবং ‘খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মাননা’।

এসইউ/এএসএম