খেলাধুলা

এগিয়ে গিয়েও ম্যানইউর মাঠে হার, বিদায় বার্সার

প্রথমার্ধে এগিয়ে থেকেও কাজের কাজ হলো না বার্সেলোনার। নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত হারকে সঙ্গী করে ইউরোপা লিগ থেকে বিদায়ই নিতে হলো জাভি হার্নান্দেজের দলকে।

Advertisement

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের ফিরতি লেগে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। রবার্ট লেওয়ানডোস্কির সফল স্পট কিকে এগিয়ে যাওয়া দলটি এরপর দুই ব্রাজিলিয়ানের গোল হজম করে।

ফলে ৪-৩ অগ্রগামিতায় টিকে থাকলো ম্যানইউ। গত সপ্তাহে ন্যু ক্যাম্পে দুই দলের প্রথম লড়াই ২-২ গোলে ড্র হয়েছিল।

অথচ ফিরতি লড়াইয়ে বার্সা যে হেরে যাবে, সেটা মনে হয়নি প্রথমার্ধের খেলা শেষেও। আলেসান্দ্রো বালদেকে ব্রুনো ফার্নান্দেস বোকার মতো ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। ১৮ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন লেওয়ানদোস্কি।

Advertisement

দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান অ্যান্তোনি বদলি হিসেবে নামার পরই বদলে যায় ম্যাচের চালচিত্র, দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানইউ। ৪৭ মিনিটে ব্রুনোর অ্যাসিস্ট থেকে গোল করেন ব্রাজিলের ফ্রেড। ৭৩ মিনিটে গোল পান দাপিয়ে খেলা অ্যান্তোনিও। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

১৯৯৮-১৯৯৯ সালের পর এবারই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতার শেষ ১৬-তে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা। গত অক্টোবরের পর এটি তাদের প্রথম পরাজয়। এতে ১৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামলো জাভি হার্নান্দেজের দলের।

এমএমআর/জিকেএস

Advertisement