বিনোদন

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে এবার আরেক বলিউড তারকার নাম

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে এবার আরেক বলিউড তারকার নাম

ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নির্মাণের কথা ঘোষণা করা হয়েছিল ২০২১ সালে। এরপর তার ভূমিকায় পর্দায় কাকে দেখা যাবে, তা নিয়ে একাধিক নায়কের নাম উঠে এসেছে। এতে কখনো সিদ্ধার্থ মালহোত্রার ও কখনো হৃত্বিক রোশনের নাম শোনা গেছে। এবার শোনা যাচ্ছেন আরেক বলিউড তারকার নাম।

Advertisement

বিভিন্ন সূত্রে জানা গেছে, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে তার ভূমিকায় অভিনয় করতে পারেন বলিউড তারকা রণবীর কাপুর। ‘সঞ্জুর’র পর রণবীর আরও একটি বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন। এরই মধ্যে রণবীর কাপুর সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে তার চরিত্রে অভিনয়ের জন্য রাজী হয়েছেন।

আরও পড়ুন: যে কারণে হৃতিক সুজানের সংসার ভেঙেছে

খুব শিগগিরই সৌরভের কলকাতার বাড়িতে তিনি আসবেন। সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয়ের জন্য কলকাতা এবং তার সঙ্গে ইডেন গার্ডেন্সে অনেকটা সময় কাটাবেন তিনি। যদিও সৌরভ গাঙ্গুলী কিংবা রণবীর কাপুরের পক্ষ থেকে অফিশিয়ালি এমন কোনো ঘোষণা করা হয়নি।

Advertisement

বায়োপিক প্রসঙ্গে এর আগে সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বায়োপিকের জন্য সম্মত হয়েছি। সিনেমাটি হিন্দিতে নির্মাণ করা হবে। তবে এখনই নির্মাতার নাম প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না। সব কিছু ঠিকঠাক হতে আরও কিছুটা সময় লাগবে।’ শোনা যাচ্ছে, শিগগিরই কলকাতায় সিনেমার শুরু হবে।

হৃত্বিক রোশন

আরও পড়ুন: আসছে ‘কেজিএফ ৩’, থাকছেন হৃতিক রোশন!

লভ ফিল্মস নামের একটি প্রতিষ্ঠান সৌরভ গাঙ্গুলীর বায়োপিকটি প্রযোজনা করতে পারে বলে জানা যাচ্ছে। পরিচালক লভ রঞ্জনের প্রযোজনা সংস্থা থেকে ‘সোনু কি টিটু কি সুইটি’, ‘দে দে পেয়ার দে’-র মতো সিনেমা নির্মাণ করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: সৌরভ নিজেই অভিনয় করতে পারেন তার বায়োপিকে

শিগগির এই প্রযোজনা সংস্থার আগামী সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পাবে। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।

এমএমএফ/জিকেএস