দেশজুড়ে

শয়নকক্ষে মিললো ফায়ার সার্ভিসকর্মীর ঝুলন্ত মরদেহ

বগুড়ার শিবগঞ্জে আব্দুল মোমিন (২৮) নামের ফায়ার সার্ভিসের এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামে তার বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল মোমিন ওই গ্রামের মোজ্জামেল হকের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন ।

Advertisement

পুলিশের এ কর্মকর্তা জানান, মোমিনের মরদেহ তার শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি সবশেষ ঠাকুরগাঁওয়ে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

ইন্সপেক্টর আশিক ইকবাল আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শজিমেক হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসআর/জেআইএম

Advertisement