বিনোদন

এই ছবির ট্রেলার তো ২১ ফেব্রুয়ারি-ই আসা উচিত: ফারুকী

বাংলাদেশের সেন্সর বোর্ডে প্রায় চার বছর ধরে আটকে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকায়। রিয়ালেন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে ১০ মার্চ কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেবে সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

Advertisement

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ‘শনিবার বিকেল’ সিনেমার ট্রেলার প্রকাশ পাবে। মুক্তি উপলক্ষে ফেসবুকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন ‘এই ছবির ট্রেলার তো একুশে ফেব্রুয়ারি-ই আসা উচিত! তাই না?’

আরও পড়ুন >> দুই দেশে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

শনিবার বিকেল’ ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এটি এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। পাশাপাশি ‘শনিবার বিকেল’ সিনেমাটি আন্তর্জাতিক কয়েকটি উৎসবে পুরস্কারও লাভ করেছে।

Advertisement

জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়ালের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করেছে জার্মান প্রযোজনা প্রতিষ্ঠান ট্যান্ডেম প্রোডাকশন। এতে নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে অভিনয় করেছেন। এমআই/এমএমএফ/জেআইএম