সাহিত্য

একুশের দুটি ছড়া

রহমান রানু

Advertisement

একুশ মানে

একুশ মানে অসীম সাহস বুকে জ্বলা আগুন,ভয়কে পুড়ে রুখে দাঁড়াইবাংলায় আসুক ফাগুন।

একুশ মানে মায়ের ভাষাবাংলায় কথা বলি,রক্তে ভেজাই রাজপথ তবুবাংলার পথেই চলি।

Advertisement

একুশ মানে বুকের ভেতরপাখি বোনে বাসা,স্বাধীনতার পাখা মেলেমুক্ত ওড়ার আশা।

একুশ মানে ভাইয়ের রক্তেমাতৃৃভাষার সম্মান,বিশ্বের বুকে উঁচু মাথাজয় বাংলা অনির্বাণ।

****

রক্তমাখা বর্ণমালা

Advertisement

ফেব্রুয়ারির একুশ তারিখবাংলা ভাষার দাবিতে,প্রতিবাদের তালা খোলেবিপ্লবী সুর চাবিতে।

রাজপথের ওই আগুন মিছিলসাহস নিয়ে বুকেতে,যায় এগিয়ে আগুন জ্বেলেরফিক, শফিক, বরকতে।

গুলি চলে মিছিল বুকেরক্ত ঝরে রাজপথে,রক্তমাখা বর্ণমালাফিরে আসে লাশরথে।

বাংলা ভাষার জন্য যারাজীবন দিলো অকালে,চলো সবাই শহীদ মিনারপ্রভাতফেরীর সকালে।

এসইউ/এএসএম