দেশজুড়ে

উদ্ধার ৪ জেলের একজনের মৃত্যু

বঙ্গোপসাগরে নিখোঁজের ৭০ ঘণ্টা পর উদ্ধার হওয়া চার জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান তুহিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া জেলের নাম আব্দুল হাই। তিনি বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামু পাড়া এলাকার আসমত আলী হাওলাদারের ছেলে।

আরও পড়ুন: নিখোঁজ ৯ জেলের মধ্যে চারজন জীবিত উদ্ধার

Advertisement

সোমবার ভোরে এফবি মা মরিয়ম নামের তালতলীর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা নিখোঁজ চার জেলেকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করেন। খবর পেয়ে সমুদ্র থেকে জেলেদের তীরে নিয়ে এসে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে কোস্টগার্ড।

চারজনের মধ্যে আব্দুল হাই ও শফিকুল মাঝির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তির পর আব্দুল হাইয়ের অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে পাথরঘাটায় রাখা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে বলেন, উদ্ধার হওয়া জেলেরা শরীরে আঘাত নিয়ে প্রায় ৭০ ঘণ্টা সাগরের লবণ পানিতে ভেসে ছিলেন। মুমূর্ষু অবস্থায় চারজনকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই নামের একজন মারা যান।

এদিকে এখনো নিখোঁজ আছেন পাঁচ জেলে। তারা হলেন- কাইয়ুম জোমাদ্দার (৩৫), আবুল কালাম (৫৮), খায়রুল ইসলাম (৪০), আব্দুল আলীম (৫৫) ও ফরিদ মিয়া (৩৮)। তাদের উদ্ধার অভিযান চলমান আছে।

Advertisement

আরও পড়ুন: ৯ জেলেকে গুলি-কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিলো জলদস্যুরা

শুক্রবার রাত ২টার দিকে বঙ্গোপসাগরের গভীরে এফবি ভাই ভাই নামে একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এতে জলদস্যুদের হামলায় ট্রলারে থাকা ৯ জেলে সাগরে পড়ে নিখোঁজ হন। ট্রলারে থাকা বাকি ৯ জেলেকে শনিবার উদ্ধার করা হয়। নিখোঁজ জেলেদের মধ্যে চার জনকে সাগরে ভাসমান অবস্থায় জেলেরা উদ্ধার করেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এসজে/এএসএম