ব্রাজিলে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে শত শত মানুষ। খবর আল-জাজিরার।
Advertisement
বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাও পাওলো রাজ্যের একটি শহর পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের কারণে অসংখ্য বাড়ি ভেসে গেছে। এমনকি অনেক রাস্তাও পানিতে ডুবে গেছে। গাছ পড়ে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
Imagens tristes da tragédia aqui em São Sebastião/SP pic.twitter.com/n9yIDl92CH
— Prefeito Felipe Augusto (@prefeitoFA) February 19, 2023সাও পাওলো থেকে দুইশ কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে একটি অনুষ্ঠান ঘিরে অনেক মানুষই ছুটি কাটাতে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে এটি অন্যতম। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
Advertisement
প্রতিবেদনে বলা হয়, সান সেবাস্তিয়াওতেই মারা গেছেন ৩৫ জন। অন্যদিকে পার্শ্ববর্তী একটি শহরে সাত বছর বয়সী একজন মারা গেছে।
এদিকে উদ্ধারকর্মীরা হতাহতদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছেন। বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ স্থাপনেরও চেষ্টা করা হচ্ছে।
ব্রাজিলের কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ শুরু করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।
এমএসএম/টিটিএন
Advertisement