জাতীয়

লেক থেকে পানি নিয়ে নিয়ন্ত্রণে গুলশানের আগুন

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। রাত ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Advertisement

আগুন নেভাতে গুলশান লেক থেকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে পানি নেওয়া হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংলগ্ন গুলশান লেক থেকে পানি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়াচ্ছন্ন রয়েছে ভবনটি।

সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে।

Advertisement

সর্বশেষ রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সঙ্গে যোগ দেন বিমান বাহিনী ও নৌবাহিনীর কর্মীরা।

রাত ১১টা পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জনকে। নিহত হয়েছেন একজন।

এইচএস/এমএইচআর

Advertisement