দেশজুড়ে

দেশে ভালো মানুষের বড়ই অভাব: শামীম ওসমান

আকাশে শকুন উড়ছে। যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।

Advertisement

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনার একটাই ইচ্ছা তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করা। তার ইচ্ছা বাচ্চাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা। সে লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘রাজনীতি তাদের করা উচিত যারা সত্য বলতে পারেন এবং সাংবাদিকতা তাদেরই করা উচিত যারা সত্য লিখতে পারেন। সাংবাদিক ভাইদের বলবো, দেশকে ভালো রাখার জন্য যা করা দরকার তা আপনারা লেখেন।’

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশে একটা কথাই বলবো, পরীক্ষায় ভালো ফলাফল করো বা না করো; ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। ভালো মানুষ হওয়া বেশি দরকার। দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দনশীল ও নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

Advertisement