একুশে বইমেলা

আসছে বিএম আতিকুজ্জামানের প্রথম বই ‘অরলান্ডোর চিঠি’

অমর একুশে বইমেলায় আসছে বিএম আতিকুজ্জামানের প্রথম বই ‘অরলান্ডোর চিঠি’। বইটি প্রকাশ করছে মাতৃভাষা প্রকাশ। বইমেলায় প্রকাশনীর ১৩৪-১৩৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

Advertisement

এ প্রসঙ্গ লেখক বলেন, ‘আমি লিখতে ভালোবাসি। অধিকাংশই সংগ্রহে নেই। গত কয়েক বছরে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে ‘অরলান্ডোর চিঠি’ নামের কলামে অনিয়মিতভাবে লিখি। আমার প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতার গল্প–ব্যক্তিগত আর পেশাগত জীবন যেখানে মিলেমিশে একাকার।

সাধারণ মানুষের যাপিত জীবনের প্রতি আমার প্রবল আগ্রহ। আর তাই আমার চারপাশের মানুষের জীবনের আপাত তুচ্ছ সুখ-দুঃখ, হাসি-কান্নার জলছবিগুলো কখনো সহজ, কখনো অস্থির, কখনো চিকিৎসকসুলভ নির্মোহভাবে আমার লেখায় এসেছে।

আমার বন্ধুরা মনে করে আমার লেখা অত্যন্ত মানবিক। অনেকেই আমাকে উৎসাহিত করেছেন এ লেখাগুলো বই আকারে প্রকাশ করতে। তাঁদের ধন্যবাদ।'

Advertisement

আমেরিকার অরলান্ডো প্রবাসী লেখক ২১, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি বইমেলায় উপস্থিত থাকবেন। এ কয়দিন মাতৃভাষা প্রকাশের স্টলে লেখকের অটোগ্রাফসহ সংগ্রহ করা যাবে বইটি।

এইচআর/জেআইএম