অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক জয়শ্রী দাসের উপন্যাস ‘দেশ ও একটি জঠরের মৃত্যু’ প্রকাশ হয়েছে। এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এর আগে তার চারটি উপন্যাস ও একটি গল্পের বই প্রকাশ হয়েছে।
Advertisement
উপন্যাস সম্পর্কে জয়শ্রী দাস বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে উপন্যাসটি লেখা হয়েছে। এতে স্নিগ্ধ এবং পবিত্র মানবপ্রেম দেখানো হয়েছে। উপন্যাসের কাহিনি ১৯৬৬ থেকে ১৯৭১ সালের। এরমধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটেছে। সেই ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে।’
বইটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশন। দাম ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় টাঙ্গনের ৩২১ নম্বর স্টলে।
লেখকের প্রকাশিত উপন্যাস: একটি অন্যরকম গল্প (২০১৮), সে এবং দ্বিতীয় (২০১৯), সদয় অবগতি (২০২০), তুমি আছো কবিতা নেই (২০২১)। প্রকাশিত গল্পের বই: বিবর্ণ নয়ন তারা (২০২২)। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ বিষয়ে উপ-সম্পাদকীয় ও গল্প লেখেন।
Advertisement
জয়শ্রী দাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
এসইউ/এমএস