খেলাধুলা

কন্ডিশনকেই দোষ দিলেন শোয়েব মালিক

নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে সংগ্রহ করেছিল মাত্র ৮৩ রান। তবে আমিরের অবিশ্বাস্য বোলিংয়ে কিছুটা প্রতিরোধ গড়েছিল তারা; কিন্তু শেষ পর্যন্ত সহজ হারই মানতে হয় তাদের। আর এ হারের জন্য কন্ডিশন না বোঝাকেই দায় দিলেন পাকিস্তান দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শোয়েব মালিক।প্রথম ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা পাকিস্তান। তাই রোববার অনুশীলন না থাকলেও ঐচ্ছিক অনুশীলনে আসেন দলের সকল খেলোয়াড়। অনুশীলন শেষে মালিক বলেন, ‘গতকাল (শনিবার) ব্যাট করাটা কঠিন ছিল; কিন্তু আমরা কিছু বিষয়ে হিসেব-নিকেশে গরমিল করেছিলাম। এর কারণ কন্ডিশন সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭০-১৮০ করার মতো স্বাভাবিক উইকেট ছিল না এটি। বিশেষ করে খুব ভাল একটি ব্যাটিংসমৃদ্ধ দলের বিরুদ্ধে খেলাটা আরও কঠিন এখানে। অবশ্যই, সবাই ভুল থেকে শিক্ষা নেয় এবং সে কারণেই আমরা এখন অনুশীলন করছি।’আগামীকাল (সোমবার) আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এ ম্যাচে হারলে দলের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তাই এ ম্যাচকে অনেক গুরুত্বের সঙ্গেই দেখছেন তারা। এ প্রসঙ্গে মালিক বলেন, ‘এই টুর্নামেন্টে সব খেলাই খুব গুরুত্বপূর্ণ। ভারতের বিরুদ্ধে খেলাটা আমি বলব উভয় দলের জন্যই একটা চাপের ম্যাচ। আমরা কিছু ভুল করেছি। আমরা জানতাম না এখানে কন্ডিশনটা কেমন হতে পারে। এখন আমরা খেলেছি এবং জেনেছি কিভাবে এটাকে মানিয়ে নিতে হবে। আরব আমিরাতের বিরুদ্ধে চমৎকার একটি ম্যাচ হতে যাচ্ছে।’১৩০ রানের মতো স্কোর করা করলে জয় পাওয়া সম্ভব বলেন মালিক। বোলারদের চাপ কমানোর দলের ব্যাটসম্যানদের তাই আরও দায়িত্বশীল হবার পরামর্শ দেন তিনি। যে কোন একজন ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত খেলতে হবেও উল্লেখ করেন এ অলরাউন্ডার। এ নিয়ে বলেন। ‘আমরা জানতাম যে অন্য দলগুলোর চেয়ে আমাদের সবচেয়ে ভাল আক্রমণ আছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। যেই উইকেটে আসবে তাঁর অন্তত ৬০-৭০ রান করতে হবে যেন আপনার দল ১৪০-৫০ রানে শেষ করতে পারে। আর সেটা বোলাররাও ধরে রাখতে পারবে দলের জন্য। আমি রানরেটের বিষয়টি নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য প্রথম একটা ম্যাচ জেতা এবং তারপর থেকে এগিয়ে চলা।’আরটি/আইএইচএস/এবিএস

Advertisement