আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাবেক স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি গুলি করে তার সাবেক স্ত্রীসহ ৬ জনকে হত্যা করেছে। মিসিসিপি অঙ্গরাজ্যের টেট কাউন্টিতে ওই হামলার ঘটনা ঘটেছে। তিনটি বন্দুক দিয়ে ওই ব্যক্তি হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।

Advertisement

বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করেছেন ওই ব্যক্তি। আরকাবাটলায় একটি স্টোর এবং দুটি বাড়িসহ কয়েক জায়গায় হামলা চালানো হয়। ওই শহরে তিনশ জনেরও কম মানুষের বসবাস।

আরও পড়ুনঃ পাকিস্তানে পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুক হামলা

ইতোমধ্যেই ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে এবং তাকে কাউন্টির একটি কারাগারে রাখা হয়েছে।

Advertisement

কী কারণে তিনি এই হত্যাকাণ্ড চালিয়েছেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। মিসিসিপির গভর্নর টেট রেভস জানিয়েছেন, ওই ব্যক্তি একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শেরিফ ব্র্যাড লেন্স জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টায় একটি পেট্রল স্টেশনে ঢুকে এক ব্যক্তিকে গুলি করেন ওই বন্দুকধারী। হামলার শিকার ব্যক্তিকে তার পূর্বপরিচিত মনে হয়নি।

আরও পড়ুনঃ বছরের প্রথম ৪৮ দিনে যুক্তরাষ্ট্রে ৭৩ বন্দুকহামলা

সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পেট্রল স্টেশনে হামলার পরেই কাছাকাছি একটি বাড়িতে যান ওই ব্যক্তি। সেখানে গিয়ে নিজের প্রাক্তন স্ত্রীকে গুলি করে হত্যা করেন তিনি।

Advertisement

পরবর্তীতে নিজের বাড়ির কাছে অপর একটি বাড়িতে প্রবেশ করে অন্য এক ব্যক্তিকে গুলি করেন তিনি। ধারণা করা হচ্ছে, হামলার শিকার ব্যক্তি বন্দুকধারীর সৎবাবা। সেখানে অপর এক নারীকেও গুলি করা হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়।

এরপরেই গাড়িতে অবস্থান করা অপর দুই ব্যক্তি এবং রাস্তায় এক ব্যক্তিকে গুলি করেন তিনি। শেরিফ লেন্সের কার্যালয়ের তথ্য অনুযায়ী, হামলার শিকার শেষ দুই ব্যক্তি নির্মাণ শ্রমিক ছিলেন।

টিটিএন