দেশজুড়ে

বান্দরবানে ৩০ একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস

বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে ৩০ একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস করেছে বিজিবি। 

Advertisement

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানচি উপজেলা তিন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কাইকা খুমিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইনয়ামুল হক। এসময় খণ্ড খণ্ডভাবে অনুমানিক ৩০ একর জমিতে পপি চাষের সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিপুল পরিমাণ এ পপিক্ষেত পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজিবির অভিযানের খবর পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। এজন্য ঘটনাস্থল থেকে কাউকে আটক করার সম্ভব হয়নি। 

Advertisement

এরআগে গত ২৪ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি দুই দফায় একই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ একর জমির পপিক্ষেত পুড়িয়ে ধ্বংস করেছিল বিজিবি।

নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম