দেশজুড়ে

চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতাল মানুষের সেবার জায়গা। আমরা সেই সেবা নিশ্চিত করতে চাই। চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা মেনে নেওয়া হবে না।

Advertisement

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভালো সেবার উদ্দেশ্যে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হয়েছে। এখানে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের মেশিনারিজ আছে। প্রয়োজনে আরও দক্ষ জনবল নিয়োগ করা হবে। যেসব যন্ত্রপাতি পুরাতন ও নষ্ট হয়ে গেছে তার পরিবর্তে দ্রুততম সময়ে নতুন মেশিন দেওয়া হবে। নষ্ট মেশিনগুলো ঠিক করার ব্যবস্থা নেওয়া হবে। এ হাসপাতালে সব শ্রেণিপেশার মানুষ আধুনিক সেবা পাবে।

করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ সুনাম অর্জন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ এখন ‘ভ্যাকসিন হিরোর দেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছেন তা আজ বিশ্ববাসী অনুভব করছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আর বেশিদিন নয়, প্রত্যেক জেলা থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।

এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক (অ্যাডমিন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

Advertisement