আন্তর্জাতিক

করোনায় আরও ৭১৫ মৃত্যু, শনাক্ত ১ লাখ ৯ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ১২৬ জন।

Advertisement

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৭ হাজার ৫৪৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৫১০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৪১৭ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৩৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৫৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৮৩০ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ৮৬২ জনে।

Advertisement

আরও পড়ুন: সাধারণ কাশি নাকি কোভিডের লক্ষণ বুঝবেন যেভাবে

এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ১৭২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৩৪৭ জনের।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১২০ জন, রাশিয়ায় ৩৭ জন, তাইওয়ানে ৬১ জন এবং ফ্রান্সে ২৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

Advertisement

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ জন।

এমএইচআর/এমএস