ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা অন্তরা ও তার সহযোগী তাবসসুম ক্যাম্পাস ছেড়েছেন। এছাড়া সানজিদা অন্তরাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ।
Advertisement
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যেহেতু হাইকোর্ট থেকে একটি নির্দেশনা এসেছে। নতুন একটি তদন্ত কমিটি গঠিত হবে। তাই তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত তাকে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহিত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সন্ধ্যায় সে বাড়ি চলে গেছে।
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত যদি দোষী সাব্যস্ত হয়, তবে কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করব।’
Advertisement
এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হল প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. শামসুল হক বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা জানার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক নির্দেশে অভিযুক্তদের হল ছাড়ার নির্দেশ দিয়েছি। তারা সন্ধ্যার পর হল ছেড়েছে।’
আরও পড়ুন: ইবিতে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ছাত্রলীগ নেত্রীরপ্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বুধবার হাইকোর্টের নজরে আনেন আইনজীবী গাজী মো. মহসীন ও আজগর হোসেন তুহিন। তখন তাদের লিখিত আবেদন দিতে বলেন আদালত। সে অনুসারে তারা জনস্বার্থে রিট করেন।
বৃহস্পতিবার শুনানি শেষে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া অভিযুক্তদের ক্যাম্পাসের বাইরে রাখার নির্দেশনা দেওয়া হয়।
রুমি নোমান/এএইচ/জেআইএম
Advertisement