পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনা দেশের উন্নয়নে দল দেখেন না। তিনি চান দেশের উন্নয়ন। সিলেট সিটি করপোরেশনে বিএনপির মেয়র থাকা সত্ত্বেও তাকে প্রজেক্ট দিচ্ছেন। যার ফলে মেয়র আরিফুল হক চৌধুরী অনেক উন্নয়ন কাজ করার সুযোগ পেয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে পাঁচ হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে আজ দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। শেখ হাসিনা গরীবের বন্ধু। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। এ অবস্থায় যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সে জন্যে এ সরকার দেড় কোটি মানুষের বাসায় সস্তা দরে খাবার ও বিভিন্ন অনুদান পৌঁছে দিয়েছে। গৃহহীনদের ঘর করে দিয়েছে। জনগণের মঙ্গলের ক্ষেত্রে শেখ হাসিনা সব সময় অগ্রসর।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর যাত্রাবিরতি, ডিপ্লোম্যাটের প্রতিবেদন
Advertisement
ড. একে আবদুল মোমেন আরও বলেন, দেশের উন্নয়ন হচ্ছে বলে বিদেশিরা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে। দেশের উন্নয়ন এবং সিলেটকে ডিজিটাল নগরে পরিণত করতে এ সরকারকে বার বার নির্বাচিত করা দরকার।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও সুজাত আলী রফিকের পরিচালনায় অনুষ্ঠান সিলেট জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ড. আহমদ আল কবির, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী ও জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম-সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি ডেইজি সারোয়ার, মহানগর আওয়ামী লীগে সদস্য ও সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান প্রমুখ বক্তব্য রাখেন।
ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস
Advertisement