খেলাধুলা

সকল নিষেধাজ্ঞা মুক্ত সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছিল তার। তবে, বিদেশী লিগ খেলার উপর নিষেধাজ্ঞা ছিল। অবশেষে সেই নিষেধাজ্ঞাও প্রত্যাহারের ঘোষণা দিয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সিঙ্গাপুর থেকে ফিরে বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এর মধ্য দিয়েই নিষেধাজ্ঞার সকল বাঁধন থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান। এর অর্থ দাঁড়াচ্ছে আগামী বিগ ব্যাশেই তাকে মাঠে দেখা যাবে। গত ৭ জুলাই আচরণবিধি ভঙ্গের কারণে সাকিবকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ১৮ মাসের জন্য বিদেশি লিগগুলোতে খেলার ব্যাপারেও অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।পরবর্তীতে সাকিব তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন। তার আপিলের বিষয়টি বিবেচনায় এনে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তখনই বলা হয়েছিল সাকিবের আচরণ ও মাঠের পারফরম্যান্স ভালো হলে বিদেশি লিগে খেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে দ্রুতই সাকিবকে বিদেশী লিগে খেলার সুযোগ দেয়া হবে বলে আভাস দেন বোর্ড সভাপতি। আর সেটারই প্রমান মিললো বৃহস্পতিবার।

Advertisement