একুশে বইমেলা

বইমেলায় মামুন মুস্তাফার ২ বই

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে কবি ও কথাশিল্পী মামুন মুস্তাফার দুটি বই। বই দুটি হচ্ছে ‘যাপনকথা’ এবং ‘আবুবকর সিদ্দিক: সমগ্রতার চিরন্তনী’।

Advertisement

কবিতার বই ‘যাপনকথা’র প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটি প্রকাশ করেছে বুনন। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

প্রবন্ধের বই ‘আবুবকর সিদ্দিক: সমগ্রতার চিরন্তনী’র প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন। মূল্য রাখা হয়েছে ২৭৫ টাকা।

আরও পড়ুন: মোস্তফা মননের উপন্যাস ‘কফিগার্ল’

Advertisement

মামুন মুস্তাফা কবি। সময়ের বিচারে বিংশ শতাব্দীর নব্বইয়ের দশকের কবি। প্রায় তিন দশকের বেশি সময় ধরে সচল মামুন মুস্তাফা কবিতা লেখার ক্ষেত্রে শুধু উপস্থাপন কৌশল ব্যবহার করতে চাননি। তিনি ভাব ও ভাষার ওপর ভর করেই পাঠককে তৃপ্তি দিতে চেয়েছেন। আত্মতৃপ্তিও খুঁজেছেন।

ইতোমধ্যে পাঠককে উপহার দিয়েছেন নির্বাচিত কবিতার সংকলন ‘দশ দশমী’ এবং অনুকাব্য ‘শায়কচিহ্ন’সহ মোট ১২টি কাব্য। কবিতার পাশাপাশি প্রবন্ধেও উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন।

এসইউ/এএসএম

Advertisement