ফিচার

পানির নিচে দীর্ঘক্ষণ চুম্বন, বিশ্বরেকর্ড দম্পতির

এবারের ভালোবাসা দিবস অন্যভাবেই কেটেছে বেথ নিল ও মাইল্স ক্লটিয়ার দম্পতির। পানির নিচে দীর্ঘক্ষণ চুম্বনের রেকর্ড তাদের। বিশ্ব ভালোবাসা দিবসে টানা ৪ মিনিট ৬ সেকেন্ড পানির নিচে দমবন্ধ অবস্থায় ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার বেথ নিল এবং কানাডার মাইল্স ক্লটিয়ার। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে গভীর চুম্বনের সেই ভিডিও। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিও মিলেছে তাদের।

Advertisement

বেথ এবং মাইলস হাত ধরে নেমে এলেন সুইমিং পুলে। দু’জনের গায়েই নীল রঙের সাঁতারের পোশাক। একে অপরকে আলিঙ্গন করে, ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমুতে মজে রইলেন দীর্ঘ ক্ষণ। সেই সময়টি এতই দীর্ঘ যে, তাদের চুম্বনরত অবস্থায় থাকার সময়টুকু ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রইল। কারণ এর আগে কোনো যুগলই এত দীর্ঘ সময় ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন খাওয়ার নজির রাখতে পারেননি।

আরও পড়ুন: কেকের তৈরি গাউন পরে বিয়ে, কেটে খেল অতিথিরা

তবে এমন ঘটনা প্রথম নয়। এর আগে এমনই এক যুগল প্রচেষ্টা করেছিলেন পানির নিচে দীর্ঘক্ষণ ঠোঁটে ঠোঁট রেখে নজির গড়ার। কিন্তু তারা পেরেছিলেন মাত্র ৩ মিনিট ২৪ সেকেন্ডের জন্য। সেখানে প্রায় ১ মিনিট বেশি সময় পানির নিচে ওই অবস্থায় ছিলেন বেথ-মাইলস দম্পতি।

Advertisement

These lovebirds set a new underwater kiss record since their joint love was the ocean pic.twitter.com/ZF16onFfXf

— Guinness World Records (@GWR) February 14, 2023

বেথ সাঁতারে চার বারের ফ্রিডাইভ চ্যাম্পিয়ন। সাঁতারের জন্য আফ্রিকার বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্বরেকর্ডের অধিকারী তিনি। এর আগে এমন অনেক অভিনব কাজ করেন স্বামী মাইলসকে সঙ্গে নিয়ে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/এমএস

Advertisement