অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে দেব জ্যোতি ভক্তের উপন্যাস ‘মুগ্ধতার মৃত্যু হলে মানুষ মেঘ হয়ে যায়’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন।
Advertisement
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের ৩৭৪-৩৭৫ নম্বর স্টলে। ১১২ পৃষ্ঠার বইটির দাম ৪০০ টাকা। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
দীর্ঘ সময় ধরে লেখালেখি ও সৃজনশীল নির্মাণের সঙ্গে জড়িত দেব জ্যোতি ভক্ত। তার প্রথম কবিতার বই ‘মানুষের মতো একা’। এরপর প্রকাশ হয় মুক্ত রসগল্পের বই ‘পাশের বাসার ভাবী’। বই দুটি পাঠকমহলে বেশ আলোড়ন তুলেছিল।
আরও পড়ুন: মোস্তফা মননের উপন্যাস ‘কফিগার্ল’
Advertisement
উপন্যাসটি লিখেছেন একটি ত্রিভুজ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে। বাবুল ও আনিস বন্ধু। বাবুলের সঙ্গে কাশফিয়ার প্রেম। ঘটনাচক্রে বিয়ে হয় আনিসের সঙ্গে।
তিনজন মানুষের জীবনে ঘটমান সাধারণ ঘটনাগুলো যখন আর সাধারণ থাকে না, তখন যেমন অনুভব কাজ করে। সেখান থেকে এই উপন্যাসের অনুপ্রেরণা নিয়েছেন দেব জ্যোতি ভক্ত।
এসইউ/এএসএম
Advertisement