সাহিত্য

বসন্ত ও ভালোবাসার কবিতা

বসন্ত কুমারী

Advertisement

গ্রীষ্মের তপ্ত গরমে ভেবেছি, তুমি আসবে শীতল ছায়া নিয়ে কিন্তু তুমি এলে না।

বর্ষায় ভেবেছি মেঘের ভেলায় করে,আসবে তুমি একগুচ্ছ কদম হাতে নিয়েকিন্তু তুমি এলে না।

শরতের শুভ্র নীল আকাশে তাকিয়ে ভেবেছি,তুমি আসবে নরম কাশফুল হয়েকিন্তু তুমি এলে না।

Advertisement

হেমন্তের নবান্নে ভেবেছি,হৈমন্তিক আভায় সোনালি রোদ হয়ে আসবেকিন্তু তুমি এলে না।

শীতের হিম হিম সকালে ভেবেছি,আসবে তুমি কুয়াশা ভেজা পরি হয়েকিন্তু তুমি এলে না।

অবশেষে তুমি এলে বসন্তের ফুটন্ত রূপ ও সৌরভ নিয়ে, এলে তুমি বসন্ত কুমারী হয়ে।

****

Advertisement

বিদায় বলো না

বিদায় বলো নাতুমি বিদায় বললেই থমকে যায় মেঘচাতকের মতো অপেক্ষায় থাকে কৃষক, বৃষ্টির আশায়

তুমি বিদায় বলো নাবিদায় বললেই থমকে যায় বাতাসপ্রাণচঞ্চল দেহ হাঁসফাঁস করে স্বস্তির জন্য

তুমি বিদায় বলো নাবিদায় বললেই বৃক্ষ থেকে উড়ে যায় পাখিমনের ভেতরে শুরু হয় ঝড়

পাখি ছাড়া বৃক্ষ, তুমি ছাড়া আমিদুটোই অনর্থক।

এসইউ/জেআইএম