বাংলাদেশ রেলওয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা ও সম্ভাব্যতা যাচাই প্রকল্পের পরামর্শক সেবা দেওয়া লক্ষ্যে ১৯৩ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫০৬ টাকার চুক্তি সই করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে এবং তিনটি কোম্পানি ও একটি যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তি সই হয়।
Advertisement
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর রেল ভবনের যমুনা সম্মেলন কক্ষে এ চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারাদেশের রেলযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ২০২০ সালে বাংলাদেশ সরকার ও এশিয়ার ডেভোলাপমেন্ট (এডিবির)-এর অর্থায়নে ২৩৫ কোটি ৩৭ লাখ টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশন অনুমোদন করে। এরপর বাংলাদেশ রেলওয়ে এবং তিনটি কোম্পানি ও একটি যৌথ প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঠিক করা হয়। ফলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সইয়ের আয়োজন করে রেল মন্ত্রণালয়।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ভারসাম্যপূর্ণ রেল যোগাযোগ তৈরি করতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাস্তবভিত্তিক কোন প্রকল্পগুলো অগ্রাধিকার দিতে হবে এর মাধ্যমে নির্ধারণ করা হবে।
Advertisement
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ দিয়ে কুমিল্লা হয়ে যদি ৫৪ কিলোমিটার কডলাইন তৈরি হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম যোগাযোগের ক্ষেত্রে দারুণ অবদান রাখবে। একই সঙ্গে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নিয়েও সমীক্ষা করা হবে।
এছাড়া ১০০ বছরের পুরনো হার্ডিজ ব্রিজের কার্য মেয়াদ শেষ হলে সেখানে নতুন সেতু নির্মাণের বিষয় রয়েছে বলেও জানান মন্ত্রী।
এসময় রেল মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান (চলতি দায়িত্ব), প্রধান পরিকল্পনা কর্মকর্তা সলিমুল্লাহ বাহার এবং কোম্পানি ও একটি যৌথ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএসএম/এমআইএইচএস/জিকেএস
Advertisement