জাগো জবস

৬ মার্চ থেকে শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু

ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ০৬ মার্চ থেকে প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যা শেষ হবে আগামী ০৩ এপ্রিল। তবে আগের মতোই ২০ জেলায় প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।আবেদনের যোগ্যতাশিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস হতে হবে। কিন্তু স্নাতক পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। সমগ্র শিক্ষাজীবনে যেকোনো একটিতে তৃতীয় বিভাগ বা সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সদ্য উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র, নম্বরপত্র ও প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন। এছাড়া ইতিপূর্বে নিবন্ধন উত্তীর্ণরাও ত্রয়োদশ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়াশিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি টেস্টের জন্য আবেদন করতে হবে অনলাইনে। এজন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ntrca.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।আবেদনের সময়সূচিঅনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ০৬ মার্চ ২০১৬ বিকাল ৩টাঅনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শেষ ০৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ৬টাপরীক্ষার ধরনএনটিআরসিএ’র নিয়ম অনুযায়ী এ পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট এবং পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হবে।পরীক্ষার সময়সূচিপ্রিলিমিনারি (স্কুল): ০৬ মে ২০১৬, সকাল ১০টা থেকে ১১টাপ্রিলিমিনারি (কলেজ): ০৭ মে ২০১৬, সকাল ১০টা থেকে ১১টালিখিত (স্কুল): ১২ আগস্ট ২০১৬, সকাল ০৯টা থেকে ১২টালিখিত (কলেজ): ১৩ আগস্ট ২০১৬, সকাল ০৯টা থেকে ১২টাপরীক্ষা পদ্ধতিপ্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। চারটি বিষয়ে ২৫ করে মোট ১০০টি প্রশ্ন থাকবে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান এ বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের আবার ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উভয় পরীক্ষায় পাস নম্বর ৪০।বিস্তারিত জানতে: প্রতিষ্ঠানের ওয়েবসাইট ntrca.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।এসইউ/পিআর

Advertisement