রাজনীতি

ইসি আসলে আজ্ঞাবহ: রিজভী

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) আজ্ঞাবহ- এমন দাবি করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এরা নিজেদের স্বাধীন স্বত্তাকে ভুলে গিয়ে নির্বাহী বিভাগের ইচ্ছা পালন করছে।রোববার দুপুরে ইসিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ জমা দিতে এসে এসব কথা বলেন রিজভী। এ সময় তার সঙ্গে আরো ছিলেন- দলটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও সহদফতর সম্পাদক তায়েবুল ইসলাম।রিজভী বলেন, এই নির্বাচন কমিশন আসলে আজ্ঞাবহ। এর কোনো মেরুদণ্ড নেই। সরকারের বেআইনি ইচ্ছা, সবকিছু একচেটিয়া দখল করে নেয়ার যে ইচ্ছা, সেসবকে সিলমোহর দেয়ার জন্য কাজ করছে ইসি।’ইসির একটি স্বাধীন স্বত্তা আছে, সাংবিধানিক অনুযায়ী আলাদা একটি কর্তৃত্ব আছে। সে কর্তৃত্ব তারা না মেনে, নিজেদের বিলীন করে দিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।   বিএনপির এই যুগাম-মহাসচিব আরো বলেন, তফসিল ঘোষণার পর থেকে যা কিছু ঘটেছে, তার একটি সংক্ষিপ্ত চিত্র চিঠি আকারে ইসিতে জমা দিয়ে গেলাম। কিন্তু এ নিয়ে ইসির কোনো কার্যক্রম নেই। তবুও দলিল রাখার জন্য এই অভিযোগ। অনিয়ম, বিধি লঙ্ঘন, নির্বাচনী কর্মকর্তাদের বেআইনি কার্যকলাপ সংঘাত সংঘর্ষ প্রসঙ্গই চিঠির মূল বিষয় বলেও জানান রিজভী।ছয় ধাপের ইউপি নির্বাচনের প্রথম ধাপে আগামী ২২ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির আশঙ্কা আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না।  রিজভী বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপির প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা, মনোনয়ণপত্র জমা না দেয়ার জন্য হুমকি-ধমকি দেয়া, বাসা-বাড়িতে, পথে ঘাটে এবং নির্বাচনী কার্যালয়েও হামলা করছে শাসক দলের ক্যাডাররা। বিধান অনুযায়ী, বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেও তাদের মনোনয়নপত্র প্রাপ্তি স্বীকার পত্র দেয়া হচ্ছে না। প্রার্থী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট করা হচ্ছে, এমনকি বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়ার কারণে নির্বাচনী কার্যালয়েও হামলা করেছে শাসক দলের সন্ত্রাসী বাহিনী। পাশাপাশি স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ ঠুনকো অভিযোগে বিএনপির বেশ কিছু প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছেন।এইচএস/এনএফ/আরআইপি

Advertisement