একুশে বইমেলা

বইমেলায় লাকি জাদুর কাব্যগ্রন্থ ‘জাদুর কথন’

বইয়ের মলাট ওল্টালেই চোখে পড়বে কাব্যময় অনুভূতির আখ্যান। এমনতর কাব্যময় অনুভূতির আখ্যান রয়েছে গ্রন্থটির পাতায় পাতায়। গ্রন্থটির নাম ‘জাদুর কথন’।

Advertisement

অমর একুশের বইমেলায় প্রকাশ হয়েছে লাকি জাদুর এই কাব্যগ্রন্থ। প্রকাশ করেছে বাবুই প্রকাশনী।

বইটি সম্পর্কে কবি বলেন, ‘ভালোবাসা আর বাসন্তি রঙে রঙিন হয়ে ওঠা বইমেলার মাসে এসেছে আমার প্রথম কাব্যগ্রন্থ। আজকের জাদুর আবির্ভাব হুট করে নয়, তবে আত্মপ্রকাশ হুট করেই। তার পেছনের গল্পে কল্পকাহিনির ছায়া-মায়া। সেই পেছনের গল্প তোলা রইলো।' কবির লেখালেখি শুরু স্কুলের গণ্ডিতে থাকাকালীন সময়েই। প্রাতিষ্ঠানিক সনদপত্রে সুলতানা রাজিয়া হলেও লাকি জাদু নামেই তার পরিচিতি এবং তিনি এ নামেই লেখেন।

অমর একুশে বইমেলায় বাবুই প্রকাশনীর ৩৩৭-৩৩৮ নম্বর স্টলে পাওয়া যাবে লাকি জাদুর কাব্যগ্রন্থ ‘জাদুর কথন’।

Advertisement

এসইউ/জিকেএস