তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় তৃতীয় দিনের মতো রোববার (১২ ফেব্রুয়ারি) উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল। এদিন পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।
Advertisement
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ভূমিকম্প পরবর্তীসময়ে উদ্ধার কার্যক্রম ও সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে তৃতীয় দিন কাজ করছে। দলটিতে সেনাবাহিনী থেকে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন সদস্য রয়েছেন।
আরও পড়ুন: ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
Advertisement
সেনাবাহিনী গত তিনদিনে মোট নয়টি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নাগরিক সুবিধাসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক বিপর্যয় দেখা দেয়।
আরও পড়ুন: ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার
ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের (আইএনএসএআরএজি) নীতিমালার আলোকে ২৪ জন সেনাসদস্য ও ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যের সমন্বয়ে ৩৬ সদস্যের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ গত ৮ ফেব্রুয়ারি তুরস্কে যান। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদিসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়া জন্য যান।
Advertisement
টিটি/আরএডি/জেআইএম