আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
এরদোয়ানের সঙ্গে দেখা করতে তুরস্কে কাতারের আমির
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দেখা করতে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে দোহা ছাড়েন তিনি। খবর আল-জাজিরার।
বেলুনকাণ্ডের পর চীন যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
Advertisement
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেলুনকাণ্ড নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যেই জানা গেলো, চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণেই তার এই সফর। ধারণা করা হচ্ছে, দেশ দুইটির মধ্যে সম্পর্ক আরও জোড়ালো হবে।
রুশ অন্তঃসত্ত্বা নারীদের আর্জেন্টিনায় পাড়ি দেওয়ার হিড়িক
রাশিয়া থেকে অন্তঃসত্ত্বা নারীদের আর্জেন্টিয়ায় পাড়ি দেওয়ার হিড়িক পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসে পাঁচ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী রাশিয়া থেকে আর্জেন্টিয়ায় প্রবেশ করেছেন। এর মধ্যে গত বৃহস্পতিবারের একটি ফ্লাইটেই আর্জেন্টিনায় গেছেন ৩৩ জন।
আসামে মৃদু ভূমিকম্প
Advertisement
আসামের নওগাঁয় চার মাত্রার মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সেখানে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চত করেছে।
দর্শনার্থীদের জন্য চার হাজার বছর আগের সমাধি উন্মুক্ত
মিশরে চার হাজার বছর আগের একটি সমাধি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। লুক্সরের পশ্চিম তীরে এই বহু পুরোনো জায়গাটির অবস্থান। সেখানে রাজাদের উপত্যকাসহ কিছু দর্শনীয় ফারাওনিক স্মৃতিস্তম্ভও রয়েছে।
ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে জড়িতদের বিরুদ্ধে ১১৩ পরোয়ানা জারি
ভূমিকম্প নিরোধক ভবন নির্মাণ না করায় বা নির্মাণে ত্রুটি থাকায় তুরস্কে ১১৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই মধ্যে অন্তত ১২ জনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ। বাকিদেরও খুব শিগগির গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ভিসা দেবে জার্মানি
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাময়িকভাবে থাকার জন্য ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। বলা হয়েছে, জার্মানিতে বসবাসরত আত্মীয়দের সঙ্গে দুই দেশের ভুক্তভোগীরা সাময়িকভাবে থাকতে পারবে।
৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার
ভয়াবহ ভূমিকম্পের ছয়দিন পর তুরস্কের হাতায় থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ১৪৯ ঘণ্টা আটকা ছিলেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়া-তুরস্ক সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই জীবিতদের উদ্ধারে অভিযান চলছে। ঘটনার চার-পাঁচদিন পরও দুই দেশেই বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আল-জাজিরার।
গুলি করে ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র
এবার উত্তর আমেরিকার আকাশে উড়তে থাকা অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত করা হলো। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় মার্কিন ও কানাডিয়ান বিমানবাহিনীর যৌথ প্রচেষ্টায় বস্তুটিকে শনাক্ত ও ভূপাতিত করা হয়।
তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০ হাজারের বেশি হতে পারে
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে, এমন আভাস দিয়েছেন জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস।
এমএসএম/জেআইএম